উপহার

বাংলাদেশের রাজধানী ঢাকা’য় কয়েকটা ময়লা নিস্কাশন গাড়ী দেখা যেত হলুদ রং এর।

গাড়ীগুলি দেখলেই বোঝা যেত খুবই শক্তিশালী এবং কর্মক্ষম।

বাংলাদেশের জনগণকে ভালবেসে ‘জাপান সরকার’ গাড়ীগুলি দিয়েছিল। এখনও আছে কি না আমার জনা নেই।

কিন্তু যে বিষয়টা দেখতে আমার ভাল লাগতো তা হলো- গাড়ীগুলিতে ইংলিশে লেখা থাকতো:

‘Gift from the People of Japan’
‘জাপানের জনগণের পক্ষ থেকে উপহার’

অপরদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর ছাত্রদের জন্য বাংলাদেশের জনগণের কষ্টের টাকা থেকে বেশ কিছু বাস দেয়া রয়েছে।
কিছু বাস দেয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী খালেদা জিয়া’র সময়ে আর কিছু দেয়া হয়েছে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সময়ে।

তো, সেই বাসগুলি তে অনেক বড় বড় লেখা রয়েছে:

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপহার’

অথবা

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার’

বলি, হাসিনা-খালেদা যে গাড়ীগুলি উপহার দিল ওগুলি কি ওদের বাবা’র টাকা থেকে কিনেছিল?

   Send article as PDF