দুর্জন বিদ্বান হলেও পরিতায্য

জনপ্রিয় বা আলোচিত ব্যক্তি হবার চেয়ে ‘আদর্শনীয় মানুষ’ হওয়াই বেশী যুক্তিযুক্ত।
 
তসলিমা নাসরিন, জাফর ইকবাল, সানি লিওন, শাহরিয়ার কবির (মুরগী), ইমরান সরকার, সুলতানা কামাল, ডা. তুষার, জই মামুন, মুন্নী সাহা, অমি পিয়াল-টিয়াল, রিটন, আরাফাত, আনিসুল হকেরা কি ‘আদর্শ ও সুসভ্য মানুষ’ হবার চেষ্টা করেছে কোনদিনও?
 
অালোচিত হতে সভ্য হওয়া লাগে না।
যে কেউ-ই যেনতেন উপায়ে আলোচিত হতে পারে। বদরুলও কিন্তু আলোচিত।
 
বলুন তো দেখি, ড. আহমেদ শরীফ, ড. হুমায়ূন আজাদ, শামসুর রাহমানদের ক’জন মানুষ ‘গভীর শ্রদ্ধা ও ভালবাসা’য় কয়দিন স্মরণ করেছে? কেউ কি মন থেকে ভালবাসে তাদের শ্রদ্ধা করে, মনে রেখেছে? এরা অলরেডী স্মৃতি থেকে হারিয়ে গেছে- কেউ অার মনেও রাখে না ওদের।
 
সভ্যদের আলোচনায় আসার প্রয়োজন থাকে না।
সময়ই তাদের পরিচয় করিয়ে দেয়।
 
নোট:
সানি লিওনের নামটা এখানে দেয়াটা কি ঠিক হলো?
সানি লিওনের সাথে এদের কি এমন চরিত্রগত পার্থক্য আছে! সানিলিওন ডাইরেক্ট ভারতীয় আর বাকীরা ভারতীয় দালাল।
সানি লিওন বরং এদের পাশে তার নাম দেখলে মাইন্ড করতে পারে! সরি, সানি।
 
উপসংহার:
দুর্জন বিদ্বান হলেও পরিতায্য।
   Send article as PDF