গণহত্যা ও ধর্ষণ

১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানী সেনাবাহিনী বাঙালীদের উপর বর্বর গণহত্যা চালায়- এটা আমাদের মুখস্থ।

কিন্তু, এটা কি আমরা জানি যে, ৭ই মার্চ শেখ মুজিবের ভাষনের পর থেকে ২৪শে মার্চ পর্যন্ত পূর্ব পাকিস্তানে বসবাসকারী হাজার হাজার অবাঙালী পাকিস্তানীদের নির্মমভাবে হত্যা করেছে এই দেশীয় বাঙালীরা, এই বাঙালীরাই আগে ধর্ষন করেছে শতশত পাকিস্তানী মা-বোনদের!

পাকিস্তানী সেনাবাহিনীর সেই রাতের গণহত্যা মুলতঃ এসবেরই প্রতিশোধ থেকে এসছিল।

ইতিহাস দু’দিক থেকেই জানতে হয়।

বাংলাদেশের মানুষ একপক্ষীয় ইতিহাস মুখস্ত করতে করতে অন্ধ, বধির হয়ে বসে রয়েছে।

এ জাতিকে কে ঘুম ভাঙাবে?

   Send article as PDF