বাংলাদেশী ‘অবাঙালী বৌদ্ধ’ এবং ‘বাঙালী হিন্দু’দের প্রতি

বাংলাদেশী ‘অবাঙালী বৌদ্ধ’ এবং ‘বাঙালী হিন্দু’দের প্রতি
 
বাংলাদেশে যথেষ্ঠ সংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বীরা বসবাস করছেন।
আমরা আপনাদের কখনওই একজন বাংলাদেশীর বাইরে বা সংখ্যালঘু হিসাবে চিন্তা করি না বরং ‘আপনারা আর আমরা’ সকলেই ‘বাংলাদেশী’ এবং মনে করি ‘বাংলাদেশ একটা বৈচিত্রময় দেশ’।
 
ইভেন বাঙালী জাতিয়তাবাদ থেকেও সরে এসে আমরা ‘বাংলাদেশী’ জাতিয়তাবাদে বিশ্বাস করি শুধুমাত্র আপনাদেরকে আমাদের সাম্যবস্থা দেবার মানসে; কারণ আপনারা বাঙালী নন- আর তাই, আমরা বাঙালী হয়েও ‘আমরা সকলেই বাংলাদেশী’।
 
আজ মিয়ানমারের বৌদ্ধরা যেভাবে ওখানকার সংখ্যালঘু রোহিঙ্গাদের নিকৃষ্টতম নৃশংসতা ও হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে- তার কোন প্রতিবাদ আপনাদের থেকে দেখছি না।
 
রামুতে বৌদ্ধদের উপর হামলায় আমরা আপনাদের পাশে দাড়িয়েছি; কোন সময়ই আপনাদের বুঝতে দেইনি- আপনারা আলাদা কেউ।
 
আপনারা সাওতালদের বিরুদ্ধে পুলিশী একশনের প্রতিবাদ করেছেন, নাসিরাবাদ এ হিন্দুদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করেছেন; আমরাও করেছি।
 
কিন্তু আজ মিয়ানমারে ওখানকার সংখ্যালঘুদের নৃশংসভাবে হত্যা করা হচেছ এবং হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে আপনাদের সমগোত্রীয় ধর্মাবলম্বীরা।
 
শুধুমাত্র ‘বাঙালী এবং মুসলিম’ বলে তাদের অস্বীকার করা হচ্ছে, শুধুমাত্র ‘বাঙালী এবং মুসলিম’ বলে তাদের মেরে ফেলা হচ্ছে!
 
আর আপনার চুপচাপ দেখে যাচ্ছেন।
আপনাদের কোন প্রতিবাদ দেখছি না।
 
আপনাদের ভেতরে কি সত্যিকারের কোন মানবতাবোধ আছে?
আপনাদের ভেতরে কি মনুষত্যবোধ আছে?
আপনারা কি মানুষ?
 
আর বাংলাদেশের হিন্দুদেরও ঐ একই কথা বলবো- আপনারা তো নিজেদের ‘বাংলাদেশী’ বলে পরিচয় দিতে কুন্ঠিত বোধ করেন, নিজেদের ‘বাঙালী’ ভাবেন; কোথায় আপনাদের মানবতা বোধ?
 
ঐ রহিঙ্গা বাঙালীদের প্রতি বিন্দুমাত্র দায়িত্ববোধও কি আপনাদের নেই?
না কি ওরা মুসলিম বলে বাঙালী হলেও কোন ব্যাপার না!
 
‘সংখ্যালঘু’, ‘সাম্প্রদায়িকতা’ ইত্যাদি বলতে বলতে আপনার আপনাদের মুখের ফেনা তুলে ফেলেন।
– আজ কোথায় আপনাদের সেসব চেতনা?
– আজ কোথায় আপনাদের মানবতাবোধ?
– আজ কোথায় আপনাদের সভ্যতাবোধ?
 
আপনাদের যেহেতু মুসলিদের প্রতি কোন মায়া নেই- তাহলে মুসলিদের নিকট মায়া প্রত্যাশা করাটা কি ঠিক?
তারপরও কিন্তু আমরা অবাঙালী বৌদ্ধ বা অমুসলিম জন্য কথা বলি- সবসময়।
 
আমি আওয়ামী ধর্মাবলম্বী আর শাহবাগী চেতনাবাজদের কিছুই বলবো না; কারণ ওগুলি কোন কালে মানুষ ছিলও না, এখন নেই।
 
সময় কিন্তু অনেক ‘বড় এবং নিষ্ঠুর উত্তর দাতা’।
 
আপনাদের মানবতাবোধ জাগ্রত হোক এই আশা করি।
   Send article as PDF